ইসহাক খাঁন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেবিদ্বারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ফতেহাবাদ বাজারে দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা হয়। ফতেহাবাদ ইউনিয়ন বিএনপি নেতা তুহিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: সাঈদুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য মো: ইউসুফ মেম্বার।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম মাস্টার, আলি আকবর, খায়ের মোল্লা, হাজি সহিদ, বশির আহমদ, বেলাল হোসেন, ডাঃ আশিকুর রহমান ইমন, শাহিন সরকার, ছাদেক ভূইয়া, আলাউদ্দিন, সোহেল রানা, মামুনুল হক, আনিস মাস্টার, বদিউল মাস্টার, আবু কালাম আজাদ, রফিকুল ইসলাম, জামাল ভূইয়া, রমিজ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা হবে।