০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় পিস্তল-সহ যুবদল নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 26

সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি এলজি পিস্তল-সহ আজিম মাহমুদ খোকন (৪৪) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার দোলখাঁড় ইউনিয়ন বাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এতে লাকসাম আর্মি ক্যাম্প ও নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের সদস্যরা অংশ নেন। তাদের সঙ্গে নাঙ্গলকোট থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন। যৌথবাহিনী বাম গ্রামের মজুমদারপাড়ায় আজিম মাহমুদের বাড়ি ঘিরে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি দেশীয় তৈরি এলজি পিস্তল উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার বিষয়ে উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন বর্তমানে এলাকায় অনেকেই যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও অন্যান্য কার্যক্রম চালাচ্ছে। আজিম মাহমুদ যুবদলের সমর্থক হতে পারে, তবে তিনি কোনো দায়িত্বশীল পদে নেই এবং দলের আনুষ্ঠানিক পরিচয় বহন করেন না।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আটককৃত আজিম মাহমুদের বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ অস্ত্রের আতঙ্ক বিরাজ করছিল। যৌথবাহিনীর এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে অনেকে মনে করছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় পিস্তল-সহ যুবদল নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি এলজি পিস্তল-সহ আজিম মাহমুদ খোকন (৪৪) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার দোলখাঁড় ইউনিয়ন বাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এতে লাকসাম আর্মি ক্যাম্প ও নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের সদস্যরা অংশ নেন। তাদের সঙ্গে নাঙ্গলকোট থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন। যৌথবাহিনী বাম গ্রামের মজুমদারপাড়ায় আজিম মাহমুদের বাড়ি ঘিরে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি দেশীয় তৈরি এলজি পিস্তল উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার বিষয়ে উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন বর্তমানে এলাকায় অনেকেই যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও অন্যান্য কার্যক্রম চালাচ্ছে। আজিম মাহমুদ যুবদলের সমর্থক হতে পারে, তবে তিনি কোনো দায়িত্বশীল পদে নেই এবং দলের আনুষ্ঠানিক পরিচয় বহন করেন না।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আটককৃত আজিম মাহমুদের বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ অস্ত্রের আতঙ্ক বিরাজ করছিল। যৌথবাহিনীর এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে অনেকে মনে করছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।