জাফর আহমেদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাকসাম পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট সন্ধ্যায় লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ভোটের মাধ্যমে আলহাজ্ব মজির আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানে দিনব্যাপী আয়োজিত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
এর আগে গত ১৪ আগস্ট লাকসাম উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু নির্বাচিত হন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান টিআর হারুন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক ভুঁইয়া মিল্টন।
সম্মেলনে লাকসাম পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম মানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা মিয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম ভিপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন প্রমুখ। বক্তারা বলেন, সংস্কারের নামে কেউ যদি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায় তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না। তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, আর বিএনপিও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করবে না।নেতারা নব নির্বাচিতদের উদ্দেশে বলেন, ‘আপনারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকুন, তৃণমূলের পাশে থাকুন এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। তারা আরও বলেন, রাজনীতি করতে হবে জনগণের সেবা ও সম্মানের জন্য, ব্যবসা বা ব্যক্তিগত লাভের জন্য নয়। তারেক রহমান নতুন ধারার রাজনীতি ও সমাজব্যবস্থার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান। আমরা তার নেতৃত্বে একটি ন্যায্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একত্রিত হয়েছি। একাধিক বক্তা সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট হাসিনার কথা আমাদের চিরদিন মনে রাখতে হবে।