ইবনুল হাসান রায়হান:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে কুমিল্লা ও ফেনীর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কুমিল্লার ৪৬টি এবং ফেনীর দুইটি—মোট ৪৮টি পরিবারকে ২ কোটি ৪৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিআরটিএর পরিচালক মাসুদ আলম, হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদসহ অন্যান্য অতিথিরা।
চেক বিতরণ অনুষ্ঠানের শুরুতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় বিআরটিএর চলমান কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিত কাজ করে যাচ্ছে।