স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্তৃপক্ষের উদ্যোগে মাসব্যাপী মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সুজন চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাসহ নগরীতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে গেছে অনেক। তাই এখন থেকেই মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, পুরো মাসজুড়ে উপজেলার ৭ টি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক মশা নিধন ও ফগিং কার্যক্রম, নালা-নর্দমা পরিষ্কার এবং ঘরবাড়ি ও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রোভার স্কাউট সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; মশা নিধন ও পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণই প্রকৃত পরিবর্তন আনবে। উদ্বোধন শেষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে উপজেলার সামনে মশা নিধন ও আঙিনা পরিষ্কারসহ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই মাসব্যাপী কার্যক্রমের মাধ্যমে এলাকার জনস্বাস্থ্য ও পরিবেশ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি ঘটবে।