মো হাছান মনোহরগঞ্জ (কুমিল্লা) ঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নৃশংস হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বাদ জুমা ইনকিলাব মঞ্চ সমর্থক ফোরামের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরস্থ মনোহরগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে হাদী হত্যার প্রতিবাদ ও শাস্তির দাবি জানান সমর্থকরা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি মনোহরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, ইসলামী আন্দেলন কুমিল্লা দক্ষিন জেলার কার্য নির্বাহী সদস্য আল হেলাল মাহমুদ, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুহা. মহিউদ্দিন, যুবদল নেতা হাসান পাটোয়ারি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি মো. মীর হোসেন, এনসিপির মনোহরগঞ্জ উপজেলার সিনি. যুগ্ম—সমন্বয়ক আবদুল্লা আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহজাহান শামীম প্রমুখ। মিছিল শেষে শরিফ ওসমান হাদির আত্নার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান আল জাবেরী প্রমূখ।