স্টাফ রিপোর্টার:
গতকাল ২২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ দিনব্যপাী ইউএসএ ভিত্তিক তথা ওয়াশিংটন ডিসি ভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ এর রাজনীতির নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ পরিচালিত হয় । সকাল ১০ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড নয়ন বাংগালির উদ্বোধনী ভাষনের মাধ্যমে সূচনা করা হয় । দিনব্যাপী চলা এই আয়োজনে প্রথম সেশন নিতে আসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড মইন খান , দ্বিতীয় সেশন নেন ঢাকার সাবেক ডিপুটি মেয়র ও বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম , এভাবে সারাদিন ব্যারী অনুষটানে জাতীয় নেতৃবৃন্দ এসে নেতৃত্ব বিষয়ক ক্লাস নিতে থাকেন । মূলত স্কুল অব লিডারশিপ এর পাঁচটি বৃহৎ সেলের মধ্যে বাংগালির পাঠশালা রাজনীতির পাঠশালা হিসেবেই সমাদৃত ও পরিচিতি লাভ করেছে । এই প্রথম কোনো একটি সংগঠনের মাঝ্যমে দেশে গ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের প্রশিক্ষণ এর ব্যবসথা করেছেন । ড নয়ন বাংগালি তার উদ্বোধনী ভাষনে বলেন যে আমরা ফ্যসিসট আমলে কাজ করতে পারি নি এবং আগামীতেও কাজ করতে পারবে কি না জানি না কারন আমরা মাঠ কর্মীদের চোখে নূতন স্বপ্ন দেখাই , তারাও যে বড় বড় দলে প্রতারিত হয় না তা নয় তাই তাদের তৈরী করি , সজাগ করি কিন্তু অনেক বিজ্ঞ রাজনীতিবিদ এখনো কর্মীদের অন্ধকারে রেখে ব্যবহার করতে চায় ফলে এই প্রশিক্ষন তারাও নাও চাইতে পারেন । ড মইন খান তার সেশনে বলেন বাংগালির পাঠশালার এই উদ্যোগ দেশে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠবে একদিন কারন এটি সময়ের দাবী । অনুষটানের সভাপতিত্বে করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা পারভেজ রেজা কাকন , ক্লাস পরিচালনায় ছিলেন ফয়েজ কাওসার, এড আমিনুল ইসলাম মনির । অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সাবেক এমপি নিলুফার ইয়াসমিন মনি , সার্টিফিকেট বিতরন করেন জাহাঙ্গীর আলম মিন্টু ও সমাপনি ঘোষনা করেন অধ্যাপক শরিফুল করিম