স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি হোমনা শাখার উদ্যোগে ২০২৬ সালের ক্যাডেট ভর্তি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে অসাধারণ ফলাফল অর্জনকারী মেধাবীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে ভূষিত করা হয়।
পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি হোমনা শাখার পরিচালক ফরহাদ রুমন ও আনোয়ার হোসাইন। এ সময় তাঁরা কৃতী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাডেট কলেজে ভর্তির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি শুরু থেকেই অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আধুনিক শিক্ষা পদ্ধতি ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যাডেট প্রস্তুতিতে সর্বোচ্চ সহায়তা দিয়ে আসছে।
তাঁরা আরও বলেন, এমন মডেল টেস্ট শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি পরীক্ষার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং একাডেমির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।