নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ (পল্লবী-রুপনগর) এলাকার সর্বস্তরের জনগণ পল্লবীর ‘মা’ নামে খ্যাত সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হকের পক্ষে থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তৃণমূলের জনগণের দাবি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এতদাঞ্চলের মেহনতি মানুষের পরম বন্ধু বেগম মেহেরুন্নেসা হক। যিনি দলমত নির্বিশেষে দীর্ঘ ২৩বছর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে অত্যন্ত জনপ্রিয় নেত্রী। পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দুর্দান্ত শাসনামলে বিএনপির একমাত্র ঘাটি ছিল এ আসনটি। যেখানে বেগম মেহেরুন্নেসা হক বিপুল ভোটে বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে ।
বিএনপির সময়েও এস এ খালেক তাকে ছাড় দেয়নি, সহযোগিতা করেনি-তবুও তাকে কেউ ঠেকাতে পারেনি। আওয়ামীলীগের সময় সন্ত্রাসী ইলিয়াস মোল্লার এতো চাপের মধ্যে রেখেছে যে তার জীবন বিপন্ন করে তুলেছিলো। জেল জলুম মামলা হামলার পরও তাকে ঠেকিয়ে রাখতে পারেনি। এতো বিপর্যয়ের মাঝেও তিনি ৫২ বছর পল্লবীর জনগণ ছাড়েননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তাকে প্রচন্ড ভালোবাসতো। তিনি খুরশিদ জাহান হকের চকলেট আপার সহযোগি হিসেবে কাজ করেছেন।