
মোঃ জহির হোসেন:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের গোবিন্দপুর মা আমেনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় গোবিন্দপুর দক্ষিণপাড়া আল-আকসা জামে মসজিদ সংলগ্ন মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলাম প্রচারক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা জাবেদ আলম সিদ্দিকী আল কুরাইশী (জৈনপুর, ভারত)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (ছোটতুলাগাঁও), সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী (১২নং আড্ডা ইউনিয়ন), তরুণ শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক আনিসুর রহমান (গোবিন্দপুর), বিশিষ্ট ব্যবসায়ী আহসানুল্লাহ (বাগমারা বাজার), সমাজসেবক নেয়ামত উল্লাহ (খাটলা), জাকির হোসেন (বোয়ালিয়া) এবং ১২নং আড্ডা ইউনিয়নের সদস্য ও সমাজসেবক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাব্বি আহমেদ রনি (নারায়ণগঞ্জ), খালেদ হোসেন (অস্ট্রেলিয়া প্রবাসী), কাজী শরিফ আহমেদ (আড্ডা), সাখায়েত হোসেন (অস্ট্রেলিয়া প্রবাসী), ইকবাল হোসেন (আড্ডা), এম.এ. মমিন (ঢাকা), ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম (ঢাকা), আব্দুল হালিম (গোবিন্দপুর), মহিবুল্লাহ (খারুল), ওবায়দুল্লাহ (অস্ট্রেলিয়া প্রবাসী), রিপন তালুকদার (ভাতেশ্বর) এবং জামাল হোসেন (অস্ট্রেলিয়া প্রবাসী)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল গফুর, সভাপতি, আল-আকসা জামে মসজিদ, গোবিন্দপুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমগীর হোসেন, ফরহাদ হোসেন, মুক্তার সামাদ ও মাসুদ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই মা আমেনা হাফিজিয়া মাদ্রাসার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ফুলের মালা পরিয়ে দেন আলহাজ্ব হযরত মাওলানা জাবেদ আহমেদ সিদ্দিকী ।
পরবর্তী দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন— মাসুদ আহমেদ (সভাপতি), আনিসুর রহমান (সহ-সভাপতি), আলমগীর হোসেন (সহ-সভাপতি), মুক্তার হোসেন (সেক্রেটারি), কবির হোসেন (সহকারী সেক্রেটারি), হাজী আব্দুল গফুর (চেয়ারম্যান, তদন্ত কমিশন), সিদ্দিকুর রহমান (সদস্য, তদন্ত কমিশন), নজির আহমেদ (সদস্য, তদন্ত কমিশন), আব্দুল মান্নান (সদস্য, তদন্ত কমিশন), মনজুর আলম প্রমুখ।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী শরিফ আহমেদ, নেয়ামত উল্লাহ ও আব্দুল হালিম। এছাড়াও মুঠোফোনে বক্তব্য রাখেন তরুণ শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট দানবীর আনিসুর রহমান (নারায়ণগঞ্জ)।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন হযরত মাওলানা জাবেদ আহেদ সিদ্দিকী সাহেব এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দ্বীনি শিক্ষা মানুষকে আল্লাহভীরু ও নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলে। কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। এ বছর মা আমেনা হাফিজিয়া মাদ্রাসার বর্ষসেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মোঃ রিজোয়ান ইসলাম রাফি।











