
জবি উল্লাহ মাঈন:
কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এরই অংশ হিসেবে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলেকদিয়া গ্রামে সন্ধ্যা ৭টায় কাজী হাবিবের বাড়িতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড সভাপতি কাজী হাবিবুর রহমান। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা–৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান এবং বারপাড়া ইউনিয়ন আমীর অধ্যাপক সহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদুদ্দিন আহমেদ, মোঃ হারিছ আহমেদ (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), মোঃ হুমায়ুন কবির (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মিয়া এবং প্রবাসী মোতালেব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন, “জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “যদি মানবিক বাংলাদেশ গড়তে চান, দুর্নীতিমুক্ত দেশ চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।” তিনি আরও বলেন, “আমরা যদি সুযোগ পাই, তাহলে দুর্নীতি বন্ধ হবে, ঘুষ দিয়ে অফিসে কাজ করতে হবে না। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশ হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের জন্য বিনাসুদে ঋণ বিতরণের ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন আগামী নির্বাচনে আপনাদের ভোটে জামায়াত সরকার গঠন করবে ইনশাআল্লাহ। উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে জামায়াতের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জবি উল্লাহ মাঈন 














