আব্দুল্লাহ আল মানছুর:
পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকা থেকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রচার সম্পাদক সোহেল কে আটক করা হয়। সোমবার(৫ জানুয়ারি) দুপুর ৩টায় আটকের সত্যতা নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার এসআই কুতুবউদ্দিন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল আনোয়ার বাংলা এডিশনকে জানান, সোমবার ভোর রাতে কোতয়ালী থানাধীন বাখরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহেল মিয়া(৩২) কে আটক করা হয়। বর্তমানে বিজ্ঞ আদালতের মাধ্যমে সোহেলকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারনা আওয়ামীলীগের কর্মকান্ড পরিচালনা ও নাশকতামূলক পরিকল্পনা করার কারনে বাখরাবাদ এলাকায় অবস্থান করেছিল কুমিল্লা জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রচার সম্পাদক সোহেল।
আটককৃত যুবলীগ নেতা সোহেল এর বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। সোহেল এর পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার বারপাড়া গ্রামে।