
আব্দুল্লাহ আল মানছুর :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫ ২৬’ এর আওতায় কুমিল্লা জেলায় LED ক্যারাভান ভোটের গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন- ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার(৫ জানুয়ারী) দুপুর ১২টায় কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নির্বাচনী ভোটের গাড়ির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু.রেজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন- এবারের নির্বাচনে তরুণদের পাশাপাশি সকল সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোটদান করে বাংলাদেশ বির্নিমানে আগামীর সরকার নির্ধারন করবে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট পদ্ধতি চালু থাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন এর আয়োজন করেছে সরকার। দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে ভোট গাড়ির কার্যক্রম চলমান থাকবে। ভোট দেয়ার পাশাপাশি জুলাই সংস্কারে গণভোট দেয়ারও আহ্বান করেন ভূমি ও খাদ্য উপদেষ্টা।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কোন অপশক্তি এবারের নির্বাচন বানচাল করতে পারবে না। কোন প্রার্থী সরকারের ঋণ খেলাপি বা অর্থ আত্মসাৎ করার সাথে জড়িত থাকলে এখনো উচ্চ আদালতে অভিযোগ করার সুযোগ রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক নিজস্ব ক্ষমতায় প্রার্থীর মনোনয়ন বৈধ বা বাতিল করে থাকে, সে ক্ষেত্রেও কারোর অভিযোগ থাকলেও উচ্চ আদালতে যেতে পারবেন।
ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাইফুল মালিক, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ রাজনৈতিক দলের অন্যান্য নেতা-কর্মীরা। জুলাই সংস্কারে গণভোট দেয়ার লক্ষে জনসচেতনতা বৃদ্ধির জন্য ভোটের গাড়ির আয়োজন করেন কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে গণঅভ্যুত্থান ও ফ্যাসিষ্ট হাসিনার ক্ষমতার অপব্যবহারের প্রামাণ্য চিত্রও প্রর্দশন করা হয়।
















