
প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লা জেলার ঐতিয্যবাহী চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সম্মানীত সদস্য মোঃ মহিউদ্দিন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে সংগঠনের আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান এর নেতৃতে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পরিচালক মহোদয়ের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক শাহনাজ পারভীন রুমা, অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক ও সংগঠনের সমাজসেবা সম্পাদক আগা আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প‚বালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান সোহেল, ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেন এবং চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির আজিবন সদস্য সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।
উল্লেখ্য জনাব মহিউদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং এ বিবিএ এবং পরিবর্তিতে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজিবনে তিনি কোয়েকা স্কলারশিপে দক্ষিণ কোরিয়াস্থ কঅওঝঞ বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
২০১০ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যংকে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। দাপ্তরিক ও ব্যক্তিগত প্রয়োজনে তিনি দক্ষিণ কোরিয়া, হংকং, চায়না, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, শ্রীলংকা, ভারত, মালদ্বীপ ও থাইল্যান্ড ভ্রমণ করেন। ব্যক্তিগত জিবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
















