
মো: ইসহাক খাঁন:
কুমিল্লার দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. সাইদুর রহমান লিটন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি নিজের রাজনৈতিক জীবন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মত প্রকাশ করেন। সাইদুর রহমান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এলাকায় এসেছেন। তিনি বলেন, “দেবিদ্বার একটি অবহেলিত জনপদ। এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। আমি কোনো গ্রুপিং রাজনীতি করতে চাই না। বিএনপি যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে মনোনয়ন দেবে। আর না দিলে আমার কোনো দুঃখ নেই। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মানুষের পাশে থাকব।
গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, “দীর্ঘ সময় মানুষ আওয়ামী দুঃশাসনের কারণে কথা বলতে পারেনি। প্রবাসে থেকেও আমরা দলের জন্য কাজ করেছি। বর্তমানে আমি বেলজিয়াম বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। দেশনায়ক তারেক রহমান দেশের পুনর্গঠনে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে সমৃদ্ধির দেশ হিসেবে পরিচিতি পাবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেহেনা পারভীন, উপজেলা যুবদলের সহসভাপতি ও ইউপি সদস্য সোহেল নেয়ামত সরকার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মোল্লা, উপজেলা বিএনপির সদস্য ইউসুফ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।