
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহরাস্তিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় শাহরাস্তি উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এটি অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক জেলা বিএনপির সভাপতি,হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক। তিনি বলেন, আজ যুবদলের এ মহা আয়োজন প্রমাণ করে অতীতে স্বাধীনতা সংগ্রামে তারাই ছিল প্রাণশক্তি। তার বহিঃপ্রকাশ আজকের এই সমাবেশে ঘটেছে। আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ভূমিকা রাখতে হবে।তিনি গত ৫ আগস্ট এর পরবর্তী সময় যুবদলের রাষ্ট্রীয় সম্পদ ও ভূমিকার জন্য প্রশংসা করেন।
তিনি সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎকার প্রতিউত্তরে বলেন, এই হাজীগঞ্জ ও শাহরাস্তির ২ লক্ষের অধিক মানুষ ধানের শেষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি ঐ বক্তব্য সন্তুষ্টি প্রকাশ করেন। এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।তিনি রাজনৈতিক বিভিন্ন কুট কৌশলের প্রসঙ্গ টেনে বলেন অতীতে এই বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন তাদের নাম ঐতিহাসিক ভাবে মীরজাফর আজও কেউ রাখে না। ভবিষ্যতে বিএনপি’র সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতায় যেতে চাইলে তা বাস্তবায়ন হবে না বলে জানান।
তিনিও বলেন যদি কেউ জামাতের এমপি পদপ্রার্থী আমার বেহেস্তে যাওয়ার গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। অন্যথায় তিনি মানুষকে বিভ্রান্তি না করার জন্য অনুরোধ করেন। সেজন্য পিয়ার নামের অজানা ফর্মুলা এনে হাজির করেছেন।তিনি ওসব ফর্মুলার জনগণকে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করেন। ।আসুন সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ি।পরিশেষে তিনি যুবদলের জমকালো আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ধন্যবাদ জানান উপস্থিত সকল নেতৃবৃন্দকে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড.সাহেদুল হক মজুমদার সোহেল ও সদস্য সচিব এহেতেশামুল হক গণির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন,সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন বক্তব্য রাখেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এটিএম জিয়া উদ্দিনবাদল, যুবদলের সাবেক সভাপতি মো. আঃ মান্নান,বিএনপির সহ সভাপতি আলী হোসেন মন্টু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল,যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন, বিএনপি নেতা সফি উল্লাহ বাচ্চু,ছাত্র দলের আহবায়ক ইন্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ,পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু,আদনান নোমান । উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















